Be a Trainer! Share your knowledge.

Home » HelfBD Notice » একনজরে দেখে নিন HelfBD তে পোষ্ট করার নিতিমালা || যা আপনাদের পোষ্ট করার সময় অবশ্যই মানতে হবে

একনজরে দেখে নিন HelfBD তে পোষ্ট করার নিতিমালা || যা আপনাদের পোষ্ট করার সময় অবশ্যই মানতে হবে

Open With HelfBD

একনজরে দেখে নিন KizBD তে পোষ্ট করার নিতিমালা || যা আপনাদের পোষ্ট করার সময় অবশ্যই মানতে হবে || তা না হলে পেমেন্ট পাবেন না || Photo of Milford Sound in New Zealand কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হেল্পবিডিতে পোস্ট করার নিয়ম সম্পর্কে। আমরা জানি যে হেল্পবিডি একটি ব্লগিং সাইট যেখানে সবাই পোস্ট লিখে টাকা আয় করতে পারে। কিন্তু আমাদের সাইটে পোস্ট করার পদ্ধতিগুলো সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। এছাড়াও আমাদের সাইটের পোস্ট এবং পেমেন্ট পলিসির জন্য কিছু নিয়মানুবর্তীতা এবং নীতিমালা রয়েছে। আজকে আমরা সেই নিয়মগুলি সম্পর্কে জানবো যার মাধ্যমে আমরা টিপ্সবিডিতে আরও ভালো মানের পোস্ট লেখার মাধ্যমে নিজে শিখতে এবং অন্যকে শেখাতে পারবো। তো চলুন আর কথা না বাড়িয়ে নিয়মগুলো জেনে নেওয়া যাক… **টিপ্সবিডিতে পোস্ট করার পদ্ধতিঃ- *প্রথমে উপরের মেনুবার থেকে “Create Post” এ ক্লিক করুন। *তারপর নিচের মত একটি পেজ দেখতে পাবেন। প্রথম ঘরটিতে আপনার পোস্টের টাইটেলটি লিখুন। অর্থাৎ আপনি যেই বিষয়ের ওপর পোস্ট লিখতে চাচ্ছেন সেই বিষয়টি লিখুন। *দ্বিতীয় ঘরটিতে আপনার পোস্টের বিস্তারিত অংশ লিখুন। *পোস্টের ভেতর ছবি যোগ করতে “Add Screenshot” বাটনে ক্লিক করুন। তারপর ছবি আপলোডের অপশন পাবেন। ছবি আপলোড করা হয়ে গেলে ছবির নিচে একটি কোড দেখতে পাবেন। *আপনার পোস্টের যেই জায়গায় ছবিটি দেখাতে চান কোডটি কপি করে ঠিক সেই জায়গায় পেস্ট করুন। *পোস্টের যেকোন লেখাকে হাইলাইট করতে অথবা পোস্টের লেখাকে আরও আকর্শনীয় করতে BB Codes ব্যাবহার করতে পারেন। অথবা সরাসরি HTML ব্যাবহার করেও কাজটি করতে পারেন। *পোস্ট লেখা হয়ে গেলে নিচের ঘর থেকে ক্যাটাগরি সিলেক্ট করুন। অর্থাৎ আপনি যেই বিষয়ের ওপর ভিত্তি করে আপনার পোস্টটি লিখেছেন সেই বিষয়টি সিলেক্ট করুন। *শেষ ঘরটিতে আপনার পোস্টের সাথে সম্পর্কযুক্ত কিছু Keyword লিখুন। মনে রাখবেন যে এই Keyword গুলির মাধ্যমেই Search Engine আপনার পোস্টটি খুঁজে পাবে। তাই অবশ্যই এই Keyword গুলি ভেবে চিন্তে নির্বাচন করবেন। একাধিক Keyword এর ক্ষেত্রে কমা (,) ব্যাবহার করুন। আপনার পোস্ট লেখা শেষ হলে পোস্টটি পাবলিশিং এর জন্য সাবমিট করতে “Submit post” বাটনে ক্লিক করুন। অথবা আপনার পোস্টটি খসড়া হিসেবে রেখে প্রিভিউ করতে চাইলে “Save as draft” এ ক্লিক করুন। *তারপর Thumbnail নির্বাচনের অপশন পাবেন। আপনার পোস্টের সাথে সম্পর্কযুক্ত কোন ছবি সেখানে ফিচার্ড ইমেজ হিসেবে যুক্ত করতে হবে। *সবশেষে Conform করার পর আপনার পোস্টটি পাবলিশিং এর জন্য সাবমিট হবে। বিঃদ্রঃ পোস্টে যেকোন রকম ভুল থেকে গেলে পাবলিশ হওয়ার পরও তা পুনঃসম্পাদনার মাধ্যমে সংশোধন করা যাবে। হেল্পবিডিতে পোস্ট করার নিয়মাবলিঃ ১. শিক্ষনীয় টপিক লিখতে হবে। ২. ভুয়া কোনো ট্রিক বা খবর লেখা যাবে না। ৩. কপি পোস্ট করা যাবে না। প্রাথমিকভাবে অন্য কোথাও আগে পাবলিশ হওয়া কোনো কন্টেন্ট টিপ্বিডিতে গ্রহণযোগ্য নয়। হেল্পবিডিতে কোনো কন্টেন্ট পাবলিশ করতে হলে সেটি অবশ্যই আপনার নিজের হতে হবে। আপনি অন্যের লেখা বিষয় থেকে তথ্য সংগ্রহ করে নিজে যেকোন পোস্ট লিখে সেটি পাবলিশ করতে পারেন তবে আপনার লেখাটি অবশ্যই ওই লেখা থেকে সম্পূর্ণ আলাদা হতে হবে। ৪. পোস্টে সর্বনিম্ন ১৫০টি শব্দ লিখতে হবে। আমরা এই বিষয়টির ওপর সবথেকে বেশী জোর ‍দিয়ে থাকি কারণ হেল্পবিডিতে যারা নতুন Author আছেন তারা অধিকাংশই এই ভুলটি করে থাকে যে তারা খুব ছোট করে পোস্ট লিখেই সেটিকে পাবলিশের জন্য Apply করে বসেন। কিন্তু যখন সেটি Approve করা হয় না তখন তারা বিভিন্ন রকম অভিযোগ করে বসেন। আসলে এর মূল কারণ হলো পোস্টের Article ছোট থাকা। অনেকে Screenshot যুক্ত করে পোস্টটিকে কিছুটা বড় করেন কিন্তু মূলত হেল্পবিডি সর্বনিম্ন ১৫০ শব্দের নিচে কোনো পোস্ট Approve করে না। তাই যেকোন বিষয়ে পোস্ট লিখতে গেলে খেয়াল রাখবেন যে আপনার পোস্টটিতে যেন সর্বনিম্ন ১৫০টি শব্দ থাকে। ৫. প্রযুক্তি বিষয়ক পোস্ট হতে হবে অবশ্যই ৬. কোনো ধর্মীয় বিষয় বা রাজনৈতিক দলকে হেয় করে কোনোকিছু লেখা যাবে না। ৭. পোস্টের শেষে ছাড়া কোন রেফারাল লিংক দেওয়া যাবে না। ৮. কোনো Ad যুক্ত URL পোস্টে যুক্ত করা যাবে না। ৯. আর্নিং রিলেটেড পোস্ট করলে পোস্টে অবশ্যই পেমেন্ট প্রুফ স্ক্রিনশট সংযুক্ত থাকতে হবে। ১০. কমেন্টে কেউ কোনো বিষয়ে জানতে চাইলে তাকে ফেসবুকে বা পারসোনালভাবে Contact করতে বলা যাবে না। ১১. স্পন্সর্ড কোনো পোস্ট হলে অবশ্যই সেটি Admin এর অনুমতি নিয়ে পাবলিশ করতে হবে। ১২. পোস্টের টাইটেলে উক্ত পোস্টের বিষয় ছাড়া কোনো রকম সংযুক্তি (যেমনঃ Hot Post, New Post, না দেখলে মিস ইত্যাদি) বা নিজের নাম লেখা যাবে না। বিঃদ্রঃ হেল্পবিডি এডমিনগণ যেকোনো পরিস্থিতিতে উক্ত নিয়মাবলি সংযোজন, বিয়োজন বা পরিবর্তনের ক্ষমতা রাখে। উপরোক্ত নিয়মের বহির্ভুত কোনো কাজ কেও করলে তাকে প্রথমিকভাবে নোটিশ করা হবে। তারপরও ওই ধরণের কাজ নিয়মিত চালিয়ে গেলে পরবর্তী পর্যায়ে তার Author পদ বাতিলসহ তাকে সাইট থেকে ব্যান করা হতে পারে। তাই এমনকিছু করবেন না যাতে আপনার কাজের ফলেই আমাদের আপনার বিরুদ্ধে কোনোরকম Action নিতে হয়। হেল্পবিডির পেমেন্ট পলিসিঃ হেল্পবিডিতে প্রতিটি পোস্টের জন্য ৫ থেকে ১০ টাকা দেওয়া হয়। আপনি যদি হেল্পবিডির নিয়মাবলি মেনে সফলভাবে পোস্ট করে থাকেন তাহলে আপনার Account balance দেখার জন্য এখানে ক্লিক করুন। আপনার Account balance সর্বনিম্ন ২০ টাকা হলে আপনি টাকা Withdraw করতে পারবেন। পেমেন্ট রিকুয়েস্ট পাঠানোর জন্য এখানে ক্লিক করুন। তারপর নিচের মত একটি পেজ দেখতে পাবেন। প্রথম ঘরটিতে আপনার Account এর Username টি লিখুন। দ্বিতীয় ঘরটিতে আপনার Email address টি লিখুন। তৃতীয় ঘরটিতে আপনার Phone number টি দিন (যেই নাম্বারে টাকা আসবে)। চতুর্থ ঘরে আপনার পেমেন্ট পোর্টাল বা Gateway সিলেক্ট করুন। আপনি এখানে ৩টি অপশন পাবেন। সেগুলো হলোঃ বিকাশ, রকেট (DBBL) অথবা মোবাইল রিচার্জ। আপনি এদের মধ্যে যেখানে টাকা নিতে চান সেটি ওই ঘরে লিখুন। এবং সবশেষে পঞ্চম ঘরে আপনি আপনার Account থেকে কত টাকা Withdraw করতে চান সেই Amount টি লিখে “Send” বাটনে ক্লিক করুন। বিঃদ্রঃ পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে কোনো রকম ভুল করে পরবর্তীতে ভুল সংশোধন করে টাকা চাইলে পরেরবার তা আর দেওয়া হবে না। আপনার পেমেন্ট রিকোয়েস্টটি ঠিকঠাক থাকলে রিকোয়েস্ট পাঠানোর ২৪ ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট দেওয়া হবে। হেল্পবিডির নিয়মাবলি সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের পেজগুলি দেখে আসতে পারেন। About Us Privacy Policy Copyright Issues Payment Policy User Rights Terms of Use FAQ তো আজকে এই পর্যন্তই। জানি না, হেল্পবিডির মত একটা সাইটের সকল নিয়ম- কানুন এই ছোট্ট পোস্টটির মাধ্যমে তুলে ধরা সম্ভব হলো কি না। তবে আশা করি এই পোস্টটি পড়ার পর হেল্পবিডির নিয়ম-কানুন সম্পর্কে আপনি মোটামোটি একটা ধারণা পেয়েছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাপোর্ট টিমের সাথে

2020 ago [28-02-20 (06:55)]

About Author

admin

author

4 responses to একনজরে দেখে নিন HelfBD তে পোষ্ট করার নিতিমালা || যা আপনাদের পোষ্ট করার সময় অবশ্যই মানতে হবে

Leave a Reply

You must be logged in to post a comment.

topper24 ad